ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংক-নেটওয়ার্ল্ড চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এবি ব্যাংক-নেটওয়ার্ল্ড চুক্তি স্বাক্ষর

ঢাকা: এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তি অনুযায়ী নেটওয়ার্ল্ড বাংলাদেশ এবি ব্যাংকের সব শাখা ও এটিএম বুথের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। গ্রাহকদের নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন সেবা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর শামীম আহমেদ চৌধুরী ও নেটওয়ার্ল্ড বাংলাদেশে লিমিটেডের ডিরেক্টর শাবিক রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অন্যান্যর মধ্যে এবি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ হুসাইন, আই টি এবং ইবিজ ডিভিশনের হেড রিয়াজুল ইসলাম এবং নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন সাইফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর: ২৭, ২০১৬
এসই/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।