ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলা

প্রতিবন্ধী করদাতাদের সাড়া নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
প্রতিবন্ধী করদাতাদের সাড়া নেই ছবি: দীপ মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে চলছে আয়কর মেলা-২০১৬। মেলার দ্বিতীয় দিন বুধবার (০২ নভেম্বর) বিকেলে করদাতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

কিন্তু প্রচারণার অভাবে মেলার ‘প্রতিবন্ধী করদাতা’ বুথে নেই কোনো ভিড়।
 
মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী মেলায় প্রতিবন্ধী করদাতা বুথে গত দু’দিনে মাত্র একজন করদাতা সেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
 
সরেজমিনে দেখা গেছে, মেলার ৬৬ নম্বর বুথটি প্রতিবন্ধী করদাতাদের সেবার জন্য বরাদ্দ করা হয়েছে। বিকেলে এ বুথের ভেতরে বেশ কয়েকজন কর্মকর্তাকে গল্প করতে দেখা যায়। এ সময় কোনো করদাতার উপস্থিত ছিল না।
 
বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কর কমিশনার হেবজুল বারী খান জানান, মেলার প্রথম দিন কোনো প্রতিবন্ধী করদাতা বুথে আসেননি। কিন্তু দ্বিতীয় দিন মতিউর রহমান নামে ধানমণ্ডির শুক্রাবাদের এক প্রতিবন্ধী করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।
 
তিনি আরও বলেন, প্রতিবন্ধী করদাতাদের সুবিধার জন্য আলাদা বুথ করা হলেও তাদের অনেকে করদাতা সাধারণ বুথে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। হয়তো অনেক প্রতিবন্ধী নাগরিক করদাতার জানা নেই যে, তাদের জন্য এই পৃথক বুথ রয়েছে।

কর প্রদানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে দিতেই এ আয়োজন।
৬২ হাজার বর্গফুটের এনবিআরের নিজস্ব ভবন চত্ত্বরে আয়োজিত আয়কর মেলায় এবার মোট বুথের সংখ্যা ১০৯টি। মেলায় অধিক সংখ্যক সেবা বুথ ছাড়াও রয়েছে মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেন, নারী ও প্রতিবন্ধী করদাতাদের পৃথক বুথ, কর একাডেমি, শুল্ক একাডেমি, কর ও মূসক ট্রাইব্যুনালের জন্য বুথ এবং শিশুদের জন্য রয়েছে পৃথক কিডস জোন। রয়েছে প্রথমবারের মতো অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধাও।
 
আয়োজকদের প্রত্যাশা, এবারের মেলা হয়ে উঠবে কর শিক্ষণ ফোরাম। মেলায় এসে শিক্ষার্থীরাও জানতে পারবেন কর সম্পর্কিত নানা তথ্য।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী ৭ নভেম্বর।
 
আয়কর মেলা অধিক জনপ্রিয় ও কার্য্কর করতে এবারে করদাতাদের আনা-নেওয়ার জন্য বিনা ভাড়ায় ৮টি সাটল সার্ভিস চালু করেছে এনবিআর। রাজধানীর চারটি স্থান থেকে বিনামূল্যে সাটল বাস সার্ভিস দেওয়া হবে। মিরপুর ১০, উত্তরা রাজলক্ষ্মী সিনেমা হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অফিসার্স ক্লাবের সামনে সকাল ৯টা থেকে ধারাবাহিকভাবে চলবে বাসগুলো।
 
রাজধানীসহ সব বিভাগীয় শহরে ৭ দিনব্যাপী এ মেলা চলবে। জেলা শহরগুলোতে ৪ দিন, ২৯টি উপজেলায় ২ দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা ও ৫৭টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
টিএইচ/ এএসআর

** আয়কর মেলায় প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা
** আয়কর মেলায় ৪ রুটে ৮টি বাস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।