ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্কের চুক্তি সই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
সিটি ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্কের চুক্তি সই  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আনোয়ার ল্যান্ডমার্কের সঙ্গে করপোরেট চুক্তি করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক লিমিটেড।  

শনিবার (০৫ নভেম্বর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, সম্প্রতি এ চুক্তি সম্পন্ন হয়। এর আওতায় সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং‘সিটিজেম’-এর গ্রাহকেরা আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট/বাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করবেন।  

এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ভ্রমণের রিটার্ন টিকিট, খ্যাতনামা স্থাপত্য সংস্থার মাধ্যমে ফ্রি ইন্টেরিয়র ডিজাইনের পরামর্শ, ফ্রি পার্কিং সুবিধা ও ফ্রি কিচেন কেবিনেট ইত্যাদি।

চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক সেলিনা তারেক।  

এ সময় অন্যেদের মধ্য সিটি ব্যাংকের হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, অ্যাকটিং হেড অব সিটিজেম প্রায়োরিটি ব্যাংক ফারিয়া হক, আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক একেএম শাহাদাৎ হোসেন মজুমদার, জেনারেল ম্যানেজার এম হক ফয়সালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।