ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় কর মেলা সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় কর মেলা সমাপ্ত

সাড়ে ছয় লাখ টাকা কর আদায়ের মধ্য দিয়ে বগুড়ায় শিবগঞ্জ পৌরসভা আয়োজিত ছয় দিনব্যাপী কর মেলা সমাপ্ত হয়েছে।

বগুড়া: সাড়ে ছয় লাখ টাকা কর আদায়ের মধ্য দিয়ে বগুড়ায় শিবগঞ্জ পৌরসভা আয়োজিত ছয় দিনব্যাপী কর মেলা সমাপ্ত হয়েছে।
 
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ মেলা সমাপ্ত হয়।

 
 
পৌরসভা সূত্রে জানা যায়, ২০০৩ সালে ‘গ’ শ্রেণির এ পৌরসভা গঠন হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর আশানুরূপ কর আদায় হয়নি। গত ১৩ বছরে এ পৌরসভায় চার হাজার ৫৩০ জন হোল্ডারের কাছে বকেয়া করের পরিমাণ দাঁড়ায় ৫০ লাখ ৭২ হাজার টাকা।  
 
এর মধ্যে সরকারি ২৪টি প্রতিষ্ঠানের কাছে ১২ লাখ ৪০ হাজার, বেসরকারি পাঁচটি প্রতিষ্ঠানের কাছে ২ লাখ ৮২ হাজার ও চার হাজার ৫০১ জন ব্যক্তির কাছে ৩৫ লাখ ৫০ হাজার টাকার কর বকেয়া।
 
বকেয়া পৌর কর আদায়, সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করে নিয়মিত পৌরকর পরিশোধের অভ্যাস গড়ে তুলতে পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক কর মেলার আয়োজন করেন।  

শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক বাংলানিউজকে জানান, সাধারণ মানুষের মাঝে নিয়মিত পৌরকর পরিশোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
 
এজন্য মেলায় কর পরিশোধে শতকরা ২৫ ভাগ ছাড় দেওয়া হয়। ছয় দিনের মেলায় সাড়ে ছয় লাখ টাকার বকেয়া কর আদায় হয়েছে। এটা অনেক বড় সাফল্য।  
 
আগামীতে আরো বড় পরিসরে কর মেলা করার উদ্যোগে নেওয়া হবে। পাশাপাশি জনগণের দেওয়া করের এ টাকা এলাকার উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানান মেয়র।  
 
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।