ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-থাই চেম্বারের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বাংলাদেশ-থাই চেম্বারের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিটিসিসিআই এর ১২তম বার্ষিক সাধারণ

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই) এর ১২তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিটিসিসিআই) এর ১২তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাজ্জাতুজ জুম্মা।

 

এতে উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী, পরিচালক (প্রশাসন) মো. মনির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ মাকসুদ খান ও সাবেক সভাপতি এম এ মোমেন প্রমুখ।  

সভা শেষে নৌশভোজে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত পানপিমন সুওয়াননাপঙ্গি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।