ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংক চেয়ারম্যানের সাক্ষা‍ৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংক চেয়ারম্যানের সাক্ষা‍ৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) আরাস্তু খান সাক্ষাতের জন্য বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন।  

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়‍ার পর মঙ্গলবার প্রথমবার গর্ভনরের সঙ্গে সাক্ষাৎ করেন আরাস্তু খান।

 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে গভর্নরের সঙ্গে আলাপ করেছেন। তবে, সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।  

এ বিষয়ে আরাস্তু খান বাংলানিউজকে বলেন, গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্যই গিয়েছিলাম।
 
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পর্ষদ সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়।  

ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। পরে সোমবার (৯ জানুয়ারি) নতুন এমডি হিসেবে যোগ দিয়েছেন ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।