ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পানগাঁও নদীবন্দরে আন্তর্জাতিক কোস্টাল শিপিংয়ের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
পানগাঁও নদীবন্দরে আন্তর্জাতিক কোস্টাল শিপিংয়ের উদ্বোধন পানগাঁও নদীবন্দরের উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও নদীবন্দরে আন্তর্জাতিকভাবে কোস্টাল শিপিং সোনার তরী সার্ভিসের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে পানগাঁও নদীবন্দরের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী।

সোনার তরী নৌ-কল্যাণ ১ ভারতের কলকাতা বন্দর থেকে পানগাঁও নদীবন্দর এসেছে। এর ফলে ভারত-বাংলাদেশের প্রথম কনটেইনার সার্ভিস চালু হলো। সোনার তরী নৌ-কল্যাণ ১-এ ৬৫টি কনটেইনার রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসজে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।