ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১১৬টি দেশে রফতানি হচ্ছে প্রাণের পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
১১৬টি দেশে রফতানি হচ্ছে প্রাণের পণ্য ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে প্রাণ/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিশ্বের প্রায় ১১৬টি দেশে প্রাণের পণ্য রফতানি হচ্ছে। বাংলাদেশের প্রাণের গ্রুপের পণ্য ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের হৃদয়ে রয়েছে। প্রাণের ঝালমুড়ি, চানাচুর, টিপস, ওয়েফার, কেক, জুস, পানীয়, নুডুলসহ এমন কিছু নেই যা পশ্চিমবঙ্গে পাওয়া যায় না।

বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে হোটেল সোনারগাঁয়ে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণের কর্মকর্তা মালিক উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের প্রায় ১১৬টি দেশে প্রাণের পণ্য রফতানি হয়।

বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই প্রাণের পণ্য পাওয়া যায়। শুধু যে পাওয়া যায় তাই নয়, রীতিমতো সেখানকার মানুষের পছন্দের শীর্ষে রয়েছে প্রাণের পণ্য।

বর্তমানে পশ্চিমবঙ্গের মতো ভারতের অন্যান্য রাজ্যেও প্রাণের পণ্য ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলছে বলে জানান প্রাণের কর্মকর্তারা।

মেলায় প্রবেশের মুখেই রয়েছে প্রাণের স্টল। রয়েছে নানা পণ্যের পসরা। আর এসব পণ্য ইতোমধ্যে ভারতের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছে বলে জানিয়েছেন প্রাণের কর্মকর্তারা।

অন্যদিকে, খোদ ভারতীয়দের মুখে শোনা যায় প্রাণের সুনাম। মোরি আচার্য নামে ভারতীয় এক ব্যবসায়ী বলেন, আমাদের দেশে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে প্রাণের পণ্য।

শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে প্রাণের গুঁড়া মশলার চাহিদা রয়েছে উল্লেখযোগ্য হারে। ৬০ টিরও বেশি পানীয় ও জুস বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এভাবেই প্রাণের সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাঁয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার সন্ধ্যায় ৭টায় এ মেলা সমাপ্ত হবে। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ইউএম/ওএইচ/পিসি

**
আগরতলা ফ্লাইওভার তৈরি হচ্ছে ক্রাউন সিমেন্টে
** ট্রেড ফেয়ারে দর্শনার্থীদের আকর্ষণ অলিম্পিকে
** ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে টাটায় ছাড় ৫০ হাজার
**ইন্স্যুরেন্সের স্টলেও ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।