ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফার্মা এক্সপোর শেষদিনে ভিড় 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ফার্মা এক্সপোর শেষদিনে ভিড়  নবম ‘এশিয়ান ফার্মা এক্সপো’র শেষ দিনে ব্যাপক ভিড়; ছবি- রানা

ঢাকা: নবম ‘এশিয়ান ফার্মা এক্সপো’র শেষ দিন শনিবার (ফেব্রুয়ারি ২৫) ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ ওষুধ শিল্প আয়োজিত নবম ‘এশিয়ান ফার্মা এক্সপো’ ঘুরে দেখা যায়, সকাল ১০টা থেকেই মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিদের ভিড়ে আইসিসিবির তিনটি হল পূর্ণ হয়ে যায়।

 

এ সময় বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা বিদেশি বিভিন্ন কোম্পানির স্টলগুলো ঘুরে ফার্মাসিউটিক্যাল মেশিনারিজ ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য দেখতে থাকেন।

তিন দিন ব্যাপী এক্সপোর বাকি দুই দিনের তুলনায় আজকে ভিড় হওয়ার কারণ জানতে চাইলে ক্রেতা বিক্রেতারা বাংলানিউজকে বলেন, এক্সপোর শেষ দিন হওয়ায় আজকে মূলত দর্শনার্থীদের ভিড় বেশি।  

মেলায় বেশ কিছু বিদেশি কোম্পানি শেষ দিনে নতুন কিছু ফার্মাসিউটিক্যাল পণ্য নিয়ে আসায় দর্শনার্থীদের ভিড় বেশি। এ সম্পর্কে ফার্মা এক্সপোতে ১০২০ নাম্বার স্টলের এক্সসেলসিউর ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তা মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, অন্য দুই দিনের তুলনায় আজকে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা বেশি এসেছেন।  ফার্ম এক্সপোর শেষদিন হওয়ায় তারা নিজেদের প্রয়োজনীয় ফার্মাসিউটিক্যাল পণ্য দেখছেন এবং এগুলো কিভাবে তাদের নিজেদের কোম্পানিতে কাজ লাগাবেন সে সব বিষয়ে আলোচনা করছেন।

এবারের নবম এশিয়ান ফার্মা এক্সপোতে সবচে বেশি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমি গত ৩ এক্সপোতে অংশগ্রহণ করেছি।  কিন্তু এবারের মতো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ করার চিত্র আগে কখনো দেখিনি।  নবম ‘এশিয়ান ফার্মা এক্সপো’র শেষ দিনে ব্যাপক ভিড়; ছবি- রানা

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর অগ্রগতির জন্যই এবারের এক্সপো যেকোনো বারের এক্সপো থেকে সফল। একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডর কর্মকর্তা মশিউর রহমান বাংলানিউজকে বলেন, সকল ব্যস্ততা সেরে এক্সপোর শেষ দিনে আসলাম।  এখানে এসে আমরা অনেক নতুন নতুন  ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছি।  এ ধরনের ফার্মা এক্সপো দেশের ওষুধ শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।  এখানে অনেক প্রযুক্তিগত বিষয়ে সম্পর্কে আমরা জানতে পেরেছি যার সম্পর্কে আগে আমাদের খুব বেশি ধারণা ছিল না।  এবারের ফার্মা এক্সপোর কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অনেক লাভবান হয়েছে।

এবারের এক্সপোয় আমেরিকা, জাপান, চীন ও ভারতসহ মোট ৩৫টি দেশের ৫শ’ ওষুধ কোম্পানি অংশ নিচ্ছে।  আয়োজনে রয়েছে ফার্মা প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইক্যুপমেন্ট, এপিআই ম্যানুফেকচারিং প্ল্যান্টস ও মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স ও কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং।

এতে দেশি উদ্যোক্তারা ওষুধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত এ এক্সপো’র শেষ দিন আজ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএ/আরটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।