ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন নারী পেলেন রাঁধুনী কীর্তিমতি সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
 তিন নারী পেলেন রাঁধুনী কীর্তিমতি সম্মাননা তিন নারী পেলেন রাঁধুনী কীর্তিমতি সম্মাননা-ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিকতা, সমাজকল্যাণ ও সফল উদ্যোক্তা হিসেবে তিন নারীকে ‘রাঁধুনী কীর্তিমতি সম্মাননা-২০১৬’ দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

শুক্রবার (০৩ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদেরকে এ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- সাংবাদিক লায়লী বেগম, সমাজহিতৈষী চট্টগ্রামের রমা চৌধুরী ও নারী উদ্যোক্তা নুরুন্নাহার বেগম।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, সম্প্রতি আইনে বাল্যবিয়ের বিধান রাখা হয়েছে। এ আইন বাতিলের জোর দাবি জানাচ্ছি। নারীদের কর্মক্ষেত্রে সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নন্দিত কথা সাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এম/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।