ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইটি রপ্তানির সুবিধা বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
আইটি রপ্তানির সুবিধা বাড়লো বাংলাদেশ ব্যাংক

ঢাকা: আইসিটি সেবা রপ্তানি কার্যক্রম বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়ানো হয়েছে।

একইসঙ্গে রপ্তানিকারকদের এক্সপোর্টার রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে জমা ও বার্ষিক লেনদেন সীমা বাড়ানো হয়েছে।

রোববার (০২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।


 
এতে বলা হয়েছে, রপ্তানি বাজার বাড়াতে ইআরকিউ অ্যাকাউন্টে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার সুযোগ দিয়ে একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, রপ্তানিকারকরা রপ্তানি আয়ের ৬০ শতাংশ দেশে বা বিদেশি বৈদেশিক মুদ্রায় ব্যাংকে জমা রাখতে পারতো। এখন ৭০ শতাংশ রাখতে পারবেন।

আরও এটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইটি খাতের রপ্তানিকারকরা প্রতিবছর সর্বোচ্চ ৩০ হাজার ডলার বিদেশে নিয়ে যেতে পারবেন। আগে এ সীমা ২৫ হাজার ডলার ছিলো। তাদের বৈদেশিক মুদ্রায় ব্যবহারযোগ্য কার্ডের সীমা হবে ৬ হাজার ডলার। আগে এটি ছিলো মাত্র আড়াই হাজার ডলার।

এছাড়া আইসিটি খাতের আয় সম্পর্কে সঠিক ধারণা পেতে আইটি খাতের অর্থদেশের আনার ক্ষেত্রে পৃথক ঘোষণাপত্র (সি ফরম) নির্ধারণ করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।