ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসা বান্ধব-বাস্তবায়নযোগ্য বাজেট: এসএমসিসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জুন ২, ২০১৭
ব্যবসা বান্ধব-বাস্তবায়নযোগ্য বাজেট: এসএমসিসিআই

সিলেট: প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে একটি ব্যবসা বান্ধব ও বাস্তবায়নযোগ্য বাজেট বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এসএমসিসিআই) নেতারা।   

ব্যবসায়ী এই সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রীর এই বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট উপস্থাপন করার জন্য সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) পক্ষ থেকে সভাপতি হাসিন আহমদ, ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা ধন্যবাদ জানান।

নেত‍ারা এই বাজেটের সফল বাস্তাবায়ন কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।