ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংকের আরো একটি গাড়ি হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুন ২, ২০১৭
বিশ্বব্যাংকের আরো একটি গাড়ি হস্তান্তর

ঢাকা: বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে তাদের এক সাবেক কর্মকর্তার ব্যবহৃত শুল্কমুক্ত সুবিধার আরও একটি গাড়ি শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড.মইনুল খান।
 
মইনুল খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে একটি গাড়ি শুল্ক গোয়েন্দার অফিসে জমা দিয়েছে।

গাড়িটির ব্যবহার করতেন মি. টমাস মাইকেল কায়ে। তিনি বিশ্বব্যাংকের হয়ে বাংলাদেশে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালীন ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে এই গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় ক্রয় করেন তিনি। সিলভার রঙের গাড়িটি টয়োটা ভিটস। গাড়িটির বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা। মি. টমাস মাইকেল কায়ে ২০১৬ সালে বাংলাদেশে কাজ শেষ করে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন।

তিনি আরো বলেন, আইনানুযায়ী বিশ্বব্যাংকের কর্মী বাংলাদেশ ত্যাগের আগে ব্যবহৃত কাস্টমস পাশবুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে যাননি। যা অপরাধ হিসেবে বিবেচিত। এছাড়া শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক তদন্তের আলোকে বিশ্বব্যাংক কান্ট্রি অফিস নিজেরাই স্ব উদ্যোগে গাড়িটির সন্ধান করে বৃহস্পতিবার স্বেচ্ছায় জমা দিয়েছেন।

উল্লেখ্য, শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বাংলাদেশে বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত প্রিভিলেজড পার্সনদের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার সংক্রান্ত তদন্ত করছে। কেননা কতিপয় প্রিভিলেজড পার্সন কর্তৃক এই সুবিধার অপব্যবহারের ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ক্ষতি হয়েছে।   এর আগে আরও ৩টি গাড়ি বিশ্বব্যাংক শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করেছে। এই নিয়ে ৪টি গাড়ি হস্তান্তর করলো বিশ্বব্যাংক।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ০২,২০১৭
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।