ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
৫ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২১ জুন) আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এসময় ভারত ও বাংলাদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ১ জুলাই থেকে পুনরায় এ বন্দরের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।