ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিগারেটের দাম নির্ধারণ করে এনবিআরের আদেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
সিগারেটের দাম নির্ধারণ করে এনবিআরের আদেশ

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ আদেশে সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আলোকে এ দাম নির্ধারণ করা হয়।

আদেশে বলা হয়েছে, ২৩ টাকা দামের প্রতি ১০ শলাকা সিগারেট যেমন- ডারবি, পাইলট ও হলিউডের দাম ৩৫ টাকা ও অন্যান্য ব্র্যান্ডের সিগারেটের দাম ২৭ টাকা নির্ধারিত।

এ আদেশের মাধ্যমে দেশি ও বিদেশি ব্র্যান্ডের সিগারেটের আলাদা মূল্যস্তর নির্ধারিত হলো।

যা দেশীয় সিগারেট কোম্পানিগুলোর দীর্ঘ দিনের দাবি ছিল।  

এ বিশেষ আদেশ চলতি অর্থবছরের (২০১৭-১৮) ১ জুন থেকে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।