ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জানুয়ারিতে অর্থবছর আরও দু’তিন বছর পর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
জানুয়ারিতে অর্থবছর আরও দু’তিন বছর পর

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জানুয়ারিতে অর্থবছর পরিবর্তন করতে আরও দু’তিন বছর সময় লাগবে। বিভিন্ন মহলের দাবি থাকলেও তার আগে পরিবর্তন করা সম্ভব হবে না। 
 
 

বুধবার (১২ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, এটা এতো জলদি হবে না। আরও দু’তিন বছর লাগবে।

আলোচনাটা শুরু হোক, এখন পর্যন্ত আলোচনাই শুরু হয়নি।
 
জানুয়ারি মাস থেকে নতুন অর্থবছর শুরু করতে বিভিন্ন মহলের দাবি রয়েছে। এর আগে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছিলেন, অর্থবছর পরিবর্তনের দু’টি প্রস্তাবনা রয়েছে। একটি জানুয়ারি থেকে ডিসেম্বর, আরেকটি এপ্রিল থেকে মার্চ। এটি আলোচনার পর সিদ্ধান্ত হবে।  
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।