ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভারত থেকে গরু আমদানির প্রয়োজন নেই

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
ভারত থেকে গরু আমদানির প্রয়োজন নেই ‘বেসরকারি পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক বলেছেন, ভারত থেকে গরু আমদানি করার দরকার নেই। বাংলাদেশে অনেক গরু আছে, আমাদের চাহিদা এতেই মিটবে।

গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের আয়োজনে শনিবার (৫ আগস্ট) ‘বেসরকারি পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনেরর আইকিউএসি কনফারেন্স রুমে বেলা ১১টায় এ কর্মশালা শুরু হয়।

প্রধান অতিথি ডা. মো. আইনুল হক বলেন, বর্তমানে বাংলাদেশ প্রাণিসম্পদ সেক্টরে আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আমরা চাইলেই কোরবানির সময় ভারত থেকে গরু না এনেও দেশের চাহিদা মেটাতে পারি।

বিশ্বমানের ভেটেরিনারিয়ান তৈরিতে বেসরকারি আরও উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করবো ভেটেরিনারি আইন মেনে গণ বিশ্ববিদ্যালয়ের মতো পর্যাপ্ত কাঠামো নিয়ে দেশের প্রাইভেট সেক্টর গুলোও এগিয়ে আসবে।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ডা. লায়লা পারভিন বানু'র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের বাংলাদেশ  ডা. মো. মনজুর কাদির, এফএও-ইসিটিএডি বাংলাদেশের টীম লিডার ড. এরিক ব্রাম, এফএও-এর ওয়ান হেলথ কো-অর্ডিনেটর অধ্যাপক নিতীশ চন্দ্র দেবনাথ, গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিভাগীয় শিক্ষক এবং শিক্ষার্থীরা।

কৃষিনির্ভর এই দেশে ভেটেরিনারি খাতের উন্নয়ন অতি জরুরি উল্লেখ করে কর্মশালার স্বাগত বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. মো. দেলওয়ার হোসেন। এরপর অনুষদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 
অনুষদের নতুন শিক্ষার্থীদের নবীন বরণের পরবর্তীতে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদের ডিন ড. মো. মোস্তাফিজার রহমান। তিনি তথ্যচিত্রের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার তুলনামূলক পরিসংখ্যান বর্ণনা করে বেসরকারি পর্যায়ে এই শিক্ষা কার্যক্রম বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
 
অধ্যাপক নিতীশ চন্দ্র দেবনাথ বলেন, দেশে-বিদেশে ভেটেরিনারি সেক্টরকে এগিয়ে নেওয়ার অনেক সুযোগ রয়েছে। আমাদের প্রয়োজন সরকারের পাশাপাশি আরও বেশি বেসরকারি উদ্যোগ।

গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স অনুষদ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নথিভুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি অথবা বেসরকারি কোনো বিষয় নয়। শিক্ষার্থী হিসেবে তোমাদের অর্জিত শিক্ষাই তোমাদের সঠিক স্থানে নিয়ে যাবে।

বাংলাদশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।