ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্টিনে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
ওয়েস্টিনে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন ওয়েস্টিনে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন/ ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ‘কালনারি ট্রিটস ফ্রম চায়না’ নামে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে হোটেল ওয়েস্টিন। সাত দিনব্যাপী এ ফেস্টিভ্যাল সোমবার (০৭ আগস্ট) শুরু হয়ে আগামী ১৩ আগস্ট (রোববার) পর্যন্ত চলবে।

এ ফুড ফেস্টিভ্যালে হোটেল ওয়েস্টিনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ৭১ ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন।
ওয়েস্টিনে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন/ ছবি: ডিএইচ বাদলরোববার (৬ আগস্ট) হোটেল ওয়েস্টিনের সিলভার রুমে এ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

বিকেল ৫টার দিকে মাইয়া নামে ৪ বছর বয়সী চীনের এক শিশুকে দিয়ে ফিতা কেটে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার শওকত হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে শওকত হোসাইন বলেন, হোটেল ওয়েস্টিন বাংলাদেশে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। প্রতি বছর আগস্ট মাসে আমাদের দেশে প্রায় ৮শ’ চাইনিজ গেস্ট আসেন। আমরা তাদের কথা চিন্তা করে এ ফেস্টিভ্যালের আয়োজন করেছি। আমরা আশা করছি প্রতি বছরের মতো এবারও আমাদের হোটেলে চাইনিজ গেস্ট আসবেন।
হোটেল ওয়েস্টিনে চাইনিজ ফুড ফেস্টিভ্যাল/ ছবি: বাদল
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়েস্টিন হোটেলের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আল আমিন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ম্যানেজার খোরশেদ আলম এবং কলকাতার জে. ডাব্লিউ ম্যারিয়ট হোটেলের অতিথি শেফ তান কাওয়াং আইক।

জানা গেছে, সাত দিনব্যাপী এই ফেস্টিভ্যালে পৃথিবীর বিভিন্ন দেশের শতাধিক খাবারের আইটেম থাকবে। যার মধ্যে ৩৫টিরও বেশি চাইনিজ আইটেম।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসআইজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।