ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকার তিন স্থানে পূর্বাচল আমেরিকান সিটির মেলা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
ঢাকার তিন স্থানে পূর্বাচল আমেরিকান সিটির মেলা পূর্বাচল আমেরিকান সিটির মেলা শুরু সোমবার

যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরসহ ঢাকার উত্তরা, গুলশান ও বনশ্রীর পর ইউএস-বাংলা এসেটসের ব্যবস্থাপনায় সোমবার (০৭ আগস্ট) থেকে শুরু হচ্ছে মতিঝিল, বারিধারা ও ধানমণ্ডিতে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা। ঢাকার অন্যতম তিনটি স্থানে ১৩ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা।

এর মধ্যে ৭-৯ আগস্ট মতিঝিলে পূর্বাণী হোটেল তিন দিনব্যাপী এ আবাসন মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

ধানমণ্ডির সাত মসজিদ রোডে ইস্টার্ন এলিট সেন্টারের কাবুজ রেস্টুরেন্ট মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউতে ৭ থেকে ১৩ আগস্ট সপ্তাহব্যাপী পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজন করা হয়েছে।

বর্তমানে আমেরিকায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন শহরে এবং কানাডায় বেশ কয়েকটি পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা চলছে।

পর্যায়ক্রমে ইউকেসহ ইউরোপের বিভিন্ন দেশে মেলার আয়োজনের পরিকল্পনা নিয়েছে। ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং অস্ট্রেলিয়ায় পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে। পূর্বাচল আমেরিকান সিটি, ইউএস-বাংলা এসেটসের অন্যতম প্রকল্প।

বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।