ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিমার উপকারিতা প্রচারের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
বিমার উপকারিতা প্রচারের আহ্বান

ঢাকা: দেশের বিমা খাতের উন্নয়নের জন্য বিমার উপকারিতা ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান।

সোমবার (০৭ আগস্ট) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে এক সেমিনারে এ আহব‍ান জানান তিনি।

সেমিনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গকুল চাঁদ দাস।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের গ্লাসগো ক্যালোডোনিয়ান ইউনিভার্সিটি ও বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর মধু আচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্স প্রফেসর অ্যান্ড ডিরেক্টর ড. সৈয়দ আব্দুল হামিদ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের উপদেষ্টা ও সাবেক সিইও আখতার আহমেদ।  

প্রবন্ধে বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি মোকাবেলায় গৃহীত ইন্স্যুরেন্স পদ্ধতি নিয়ে এবং বাংলাদেশের জন্য প্রায়োগিক মডেল নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া আইডিআরএ’র সদস্য মো. মুরশিদ আলম, নির্বাহী পরিচালক, পরিচালক, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মনিরুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিনিধি, জীবন বিমা কর্পোরেশন ও সাধারণ বিমা কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, নন-লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।