ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: এসিআই ফর্মুলেশনস্ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ারের তিনদিনব্যাপী পরিবেশক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ আগস্ট) কক্সবাজারে হোটেল দি কক্স টুডে ’তে তিনদিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই ফরমুলেশনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সুস্মিতা আনিস।



দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ জন পরিবেশকের পাশাপাশি প্রতিষ্ঠানটির সেলস ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই ক্রপ কেয়ার মূলতঃ পরিবেশ বান্ধব বালাইনাশক, কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক ও হালকা কৃষিযন্ত্রপাতি বাজারজাত করে।

সুস্মিতা আনিস তার উদ্বোধনী বক্তব্যে উপস্থিত পরিবেশকদের কোম্পানির প্রকৃত অংশীদার বলে উল্লেখ করেন। এসিআই ক্রপ কেয়ারের পণ্য দেশের প্রতিটি অঞ্চলে তথা কৃষকের দোর গোড়ায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

তিনি তাদের সামাজিক ও ব্যবসায়িক উন্নয়নে কোম্পানির পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। সুম্মিতা বলেন, ব্যবসায়িক  মুনাফা  অর্জন ছাড়াও এসিআই ক্রপ কেয়ার দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের  জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে; তাই এসিআই ক্রপ কেয়ার ও পরিবেশকদের মধ্যকার এই অংশীদারিত্বের সস্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

তিন দিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে শীর্ষ পর্যায়ের প্রায় ৩০০ জন পরিবেশক কক্সবাজারের হোটেল দি কক্স টুডে ’তে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন। এর মধ্যে ৩২ জন পরিবেশককে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অবদানের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস বিশেষভাবে পুরস্কৃত করেন।  

অনুষ্ঠানের শেষে এসিআই ক্রপ কেয়ারের বিজনেস ম্যানেজার বিশ্বাস মোহাম্মদ সাইফুল্লাহ আগামী বছর গুলোতে সবার সমৃদ্ধি কামনা ও ধন্যবাদ জানিয়ে পরিবেশক সম্মেলন-২০১৭ সমাপ্তি ঘোষণা করেন।  

পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনারের মধ্য দিয়ে সম্মেলনের শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।