ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্মাণ-কর্মীদের সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
নির্মাণ-কর্মীদের সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের মতবিনিময় মতবিনিময় সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নির্মাণ শ্রমিকদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট কর্তৃপক্ষের মতবিনিময় সভা হয়েছে। 

‘স্বপ্ন নির্মাণে আমরা’ শীর্ষক স্লোগানে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

কিং ব্র্যান্ড সিমেন্টের রাজাপুর উপজেলা ডিলার মো. জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবদুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল সেলস্ ম্যানেজার কবির আহম্মেদ ও মার্কেটিং ম্যানেজার মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা নির্মাণকাজে সিমেন্টের গুরুত্ব ও কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে কারিগরি বিভিন্ন বিষয় তুলে ধরেন অনুষ্ঠানের সঞ্চালক প্রকৌশলী কাওসার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিমেন্ট ব্যবসায়ী মো. লিটন হোসেন, মো. তুহিন খলিফা, মো. রিপন হাওলাদার, মো. মিলন হোসেন, মো. রুহুল আমিন, মো. সোলায়মান খান প্রমুখ।  

এছাড়াও রাজাপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নির্মাণ শ্রমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নির্মাণ শ্রমিকদের বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। পরে নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।  

বাংলা‌দেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।