ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাসিকের ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
নাসিকের ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৬টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ১১টির ইজারা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দু’টি হাটের কোনো দরপত্র জমা পড়েনি। প্রত্যাশার তুলনায় অনেক কমমূল্য পড়েছে। তাই আগামী ১৭ আগস্ট দ্বিতীয় দফায় পাঁচটি অস্থায়ী পশুর হাটের টেন্ডার আহ্বান করেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নাসিকের অস্থায়ী এ পশুর হাটগুলোর দরপত্র সম্পন্ন হয়।

যে ১১টি দরপত্র শেষ হয়েছে- নাসিক সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে মৌচাক মাদ্রাসা রোড সংলগ্ন বালুর মাঠের নতুন অস্থায়ী পশুর হাটের সর্বোচ্চ দর পাওয়া গেছে ৫০ হাজার টাকা।

৩ নম্বর ওয়ার্ডে মাদানীনগর ব্রীজ সংলগ্ন বালুরমাঠ হাটের সর্বোচ্চ দর পাওয়া গেছে ১ লাখ ১০ হাজার টাকা। ৪ নম্বর ওয়ার্ড টাইগার রিরোলিং মিলের মাঠে সর্বোচ্চ দর ৭ লাখ টাকা। সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে রাখি টেক্সটাইল মিলের পাশে আব্দুর রব সাহেবের খালি মাঠে সর্বোচ্চ দর ২১ লাখ ৩০ হাজার টাকা। ৭ নম্বর ওয়ার্ডে নাভানা সিটির খালি মাঠের সর্বোচ্চ দর ১ লাখ ৭ হাজার টাকা। ৮ নম্বর ওয়ার্ডে গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলের খালি মাঠের সর্বোচ্চ দর ২০ লাখ ৮০ হাজার টাকা, যার গত বছর সর্বোচ্চ দর ছিল ২০ লাখ ৭৫ হাজার টাকা। ৯ নম্বর ওয়ার্ডে জালকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠের সর্বোচ্চ দর ৩ লাখ ১০ হাজার ১৯০ টাকা। নারায়ণগঞ্জ শহরের ১৮ নম্বর ওয়ার্ডে সৈয়দপুর শীতলক্ষ্যা নদীর সংলগ্ন কোল্ড স্টোরেজের পাশে মো. নাজির ফকিরের খালি জায়গার সর্বোচ্চ দর ৪৬ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ২০ নম্বর ওয়ার্ডে সোনাকান্দা অস্থায়ী পশুর হাটের সর্বোচ্চ দর ২৫ লাখ ৬০ হাজার টাকা, যা গত বছর ছিল ২৫ লাখ ৫০ হাজার টাকা। বন্দর ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া অস্থায়ী পশুর হাটের সর্বোচ্চ দর ১২ লাখ ১ হাজার টাকা। ২৫ নম্বর ওয়ার্ডে উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন অস্থায়ী পশুর হাটের সর্বোচ্চ দর ৩ লাখ টাকা।

যে তিনটিতে রিটেন্ডার হয়েছে- ১০ নম্বর ওয়ার্ডে লক্ষ্মী নারায়ণ মিল সংলগ্ন সিটি কর্পোরেশনের খালি জায়গার সর্বোচ্চ দর ৭ লাখ ৪০ হাজার টাকা। ২১ নম্বর ওয়ার্ডে শীতলক্ষ্যা নদী সংলগ্ন রূপালী আবাসিক এলাকার খালি জায়গায় সর্বোচ্চ দর ২৫ লাখ ৫০ হাজার টাকা। বন্দর ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাশে অস্থায়ী পশুর হাটের সর্বোচ্চ দর ৭১ হাজার ১০০ টাকা।

যে দু’টিতে কোনো দরপত্র জমা পড়েনি- সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে রনি সিটি মাঠ ও ৬ নম্বর ওয়ার্ডে নূরে মদিনা দাখিল মাদ্রাসা মাঠের অস্থায়ী পশুর হাট।

নাসিকের হাট-বাজার ইজারা সম্পর্কিত কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নাসিকের ১৬টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ১১টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের মধ্যে ২টির ইজারার দরপত্র জমা হয়নি এবং ৩টি হাটের দর গত বারের তুলনায় কমমূল্য পড়েছে।

আর তাই আগামী ১৭ আগস্ট দ্বিতীয় দফায় ৫টি অস্থায়ী পশুর হাটের রিটেন্ডার হবে। ওই তারিখেও দর কম পড়লে ২৪ আগস্ট তৃতীয় দফায় রিটেন্ডার হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।