ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায়ীদের সঙ্গে থাই বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ব্যবসায়ীদের সঙ্গে থাই বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক ব্যবসায়ীদের সঙ্গে থাই বাণিজ্য প্রতিনিধিদলের বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসআই নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকা সফররত থাই বাণিজ্য প্রতিনিধিদল।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক হয়।  

এ সময় থাই চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মি. পাইরাত, থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মিনগোয়ান্ত ছায়া, ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট সমসাক স্রিসুপনভানিত, সিপি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুচত, ইতাল-থাই বাংলাদেশেরব্যবস্থাপনা পরিচালক মনচাই প্রমুখ।

 

উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমসহ বাণিজ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারাও।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
কেজেড/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।