ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারের লাগামহীন পাইকারি বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
সাভারের লাগামহীন পাইকারি বাজার সাভারের লাগামহীন পাইকারি বাজার-ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): শ্রাবনের ধারার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচাবাজরগুলোতে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালে সাভারের কাঁচাবাজার, পাইকারি বাজার ঘুরে দেখা গেলো দামের এই লাগামহীন ছুটে চলার দৃশ্য।

তবে বেশির ভাগ বিক্রেতাই দাম বাড়া নিয়ে সারা দেশে অতি বৃষ্টিপাত, পণ্যের জোগান কম থাকা এসবকেই কারণকেই দায়ী করেছেন।

কেউ কেউ আবার পরিবহন ঘর্মঘটের অযুহাতও তুলে ধরার চেষ্টা করেন। সাভারের লাগামহীন পাইকারি বাজার-ছবি: বাংলানিউজসাভারের সবজি বাজারে দেখা গেল কেজি প্রতি আলু ১৮-২০ টাকা, পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, রসুন (দেশি) ১০০ এবং ইন্ডিয়ান ১২০, আদা (দেশি) ১০০ এবং (ইন্ডিয়ান) ১২০, পটল ৬০, করল‍া ৮০, শশা ৫০, কাঁচা পেঁপে ৪০, কাঁচা মরিচ ১০০ খেকে ১২০, গাজর ১০০, ধনেপাতা ২০০ টাকা, জিঙ্গা ৬০ টাকা। সাভারের লাগামহীন পাইকারি বাজার-ছবি: বাংলানিউজএদিকে মাংমের দোকানে দাম খানিকটা অপরিবর্তিত দেখা গেছে। গরু কেজি প্রতি ৫০০, খাশি ৭০০, ছাগল খাশি (বকরি) ৬০০, বয়লার মুরগি ১৪০, লেয়ার ২২০, সোনালি ২২০, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত।

লাল ডিম ৮০০ টাকা এবং সাদা ৭০০ টাকা করে প্রতি একশত পিসের দাম রয়েছে।

ইলিশ কেজি ৫০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকা পর্যন্ত রয়েছে। চিংড়ি ৫০০ থেকে ৭০০ টাকা, প‍াঙ্গাস (তাজা) ২২০ এবং (মরা) ২০০, রুই ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে রয়েছে।
সাভারের লাগামহীন পাইকারি বাজার-ছবি: বাংলানিউজএছাড়াও সাভারের আজকের বাজারে চালের দাম কেজি প্রতি ২৯-৪৮ টাকা, ২৮- ৪৫ টাকা, মিনিকেট-৫৫ টাকা, বাসমতি ১১০ টাকা, মোটা চাল (স্বর্ণা) ৪৫ টাকা। সাভারের লাগামহীন পাইকারি বাজার-ছবি: বাংলানিউজডাল প্রতি কেজি মসুর ৭০ থেকে ১১০, মুগ ১২০, বুট ১০০, অ্যাংকার ৪০, ছোলা ১৮০ টাকা এবং খোলা আটা ২৪-২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে বাংলানিউজকে জানান মহিদুল ইসলাম নামের একজন পাইকারি বিক্রেতা।

সাভারে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের গার্ড মো. ফজলুল হক খানিকটা অভিযোগের সঙ্গে বলেন, ‘দাম চড়া, বৃষ্টি হইলে কথাই নেই, দাম তখন কেজিতে না বেড়ে পোয়াতে বেড়ে যায়। আমরা গরিব মানুষ, খাওয়া তো লাগবো! তাই কোনো রকম ক’টা নিয়ে পেট চালাই’।

** মাছ বেচে বাপ-মায়ের খাবার দেবে শিশু!

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, আগষ্ট ১১, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।