ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চালের দাম বাড়ায়, ক্রেতা নেই রাজশাহীর আড়তে

শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
চালের দাম বাড়ায়, ক্রেতা নেই রাজশাহীর আড়তে ক্রেতা নেই রাজশাহীর চালের আড়তে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহীর কাদিরঞ্জ চালপট্টি থেকে: রাজশাহীর চালের বাজারে আগুন লেগেছে। চলতি বর্ষায় ধানের দাম বেশি ও টানা বর্ষণের কারণে চালের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অন্তত ভাদ্র মাসের আগে রাজশাহীর বাজারে চালের এ বাড়তি দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে, দাম বাড়ায় বেচাকেনায় মন্দাভাব বিরাজ করছে আড়তগুলোতে। কাদিরগঞ্জ চালপট্টি এলাকার প্রতিটি আড়তেই পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। কেবল ক্রেতা নেই!

শুক্রবার (১১ আগস্ট) সকালে চালপট্টিতে গিয়ে দেখা যায়, ইলশেগুঁড়ি বৃষ্টিতে একরকম অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। কেবল হিসাব-নিকাশ ও গল্পগুজব করেই কাটছে তাদের সময়।

আড়তের শ্রমিকরা ধানের চাতাল থেকে চালের বস্তা নিয়ে এসে থরে থরে সাজানোর কাজ করছেন। কেউ করছেন পরিষ্কারের কাজ। সময় গড়াচ্ছে বিক্রিবাট্টা ছাড়ায়। চিরচেনা সেই কর্মচাঞ্চল্য নেই একটি আড়তেও।

জামান ট্রেডার্সের ম্যানেজার আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টায় আড়ত খুলেছেন। কিন্তু সকাল সাড়ে ১০টা পর্যন্ত এক বস্তা চালও বিক্রি করতে পারেননি। গত জুলাই মাসের মাঝামাঝি থেকে চালের দাম বেড়েছে। এর পর থেকে ক্রেতা কমে গেছে আড়তে। তবে কেবল তার আড়তেই নয় এ ব্যবসায়ীক দৈন্যদশা চলছে কাদিরগঞ্জ চালপট্টির প্রতিটি চালের আড়তেই।

আমিনুল ইসলাম আরও বলেন, ঈদুল ফিতরের পর থেকে বেচাকেনা কম থাকায় এখনও তারা আগের চালই বিক্রি করছেন। দাম বেশির এটাও একটা কারণ। ভাদ্র মাসে আড়তে নতুন আমন বা অাউশ ধান চাল ওঠলে চালের দাম কমতে শুরু করবে।
ক্রেতা নেই রাজশাহীর চালের আড়তে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে, রাজশাহী চাল আড়ত সমিতির সভাপতি ও সততা রাইস এজেন্সির স্বত্তাধিকারী সোলাইমান আলী বাংলানিউজকে বলেন, চালের ওপর থেকে সরকার আমদানি শুল্ক কমালেও বাজারে তেমন প্রভাব পড়েনি। কারণ আমদানি নেই। ধানের দাম বেশি হওয়ায় চালের দামও কমানো যাচ্ছেনা। এর ওপর ক্রেতা কমে যাওয়ায় শ্রমিকদের বেতন দেওয়াই দায় হয়ে পড়েছে। তার পরও ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন চাতালগুলোও চালু রাখছেন।

তবে সোলাইমান আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আবারও ভারতীয় চাল আসতে শুরু করেছে। এলসির এ চাল পুরোদমে আসাতে শুরু করলে বাজারে দামও কমতে শুরু করবে। এছাড়া বর্ষা গেলে ধানের দামও কমতে শুরু করবে। সব মিলিয়ে আগামী ভাদ্র মাসে  চালের বাজারে সস্তি ফিরতে পারে বলেও জানান রাজশাহী চাল আড়ত সমিতির এ নেতা।

আড়তগুলো ঘুরে দেখা গেছে, প্রতিকেজি এলসির চাল ৪০/৪১, মোটাচাল (গুটিস্বর্ণা) ৪১/৪২, সুমনস্বর্ণা/পারিজা ৪৩, আটাশ ৪৬ ও মিনিকেট ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, এ চালগুলো ১ সপ্তাহ আগেও কেজিতে ১ থেকে ২ টাকা কম দামে বিক্রি হচ্ছিল।

এছাড়া মিনিকেট ৮৪ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৪ হাজার ২শ' টাকা থেকে ৪ হাজার ৫শ' টাকা। ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৬শ' থেকে ২ হাজার ৭শ' ৫০টাকায়। ভারতীয় মোটা স্বর্ণা ৮৪ কেজির বস্তা বিক্রি হচ্ছে ১ হাজার ৯শ' ৮০ টাকা থেকে ২ হাজার ১শ' টাকা। আর বাসমতী চাল ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ১শ' ৫০ টাকায়।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।