ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দেট্টেখার লেবু এক টেখা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
‘দেট্টেখার লেবু এক টেখা’ দেট্টেখার লেবু এক টেখা। ছবি: আবু বকর

সিলেট: প্রতি লেবু কিনে এনেছি দেট্টেখায় (দেড় টাকায়)। কিন্তু বাজারে প্রচুর লেবু। আর বৃষ্টির কারণে এখন প্রতি লেবু বিক্রি করতে হচ্ছে এক টেখা (এক টাকা) করে। এমন মন্তব্য করেন সিলেট সবজি বাজারে শ্রীমঙ্গল থেকে লেবু নিয়ে আসা আনোয়ার হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১০ ‍আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল সবজি বাজার থেকে প্রায় ৩ হাজার লেবু কিনেছেন ৪ হাজার ৫শ’ টাকায়। সেখান থেকে সিলেট নিয়ে আসতে খরচ হয় প্রায় ৭শ’ টাকা।

কিন্তু, শুক্রবার (১১ ‍আগস্ট) সিলেট সবজি বাজারে চাহিদার তুলনায় প্রচুর লেবু আমদানি হয়েছে। তার ওপর আবার ভারী বৃষ্টির কারণে লেবুর দাম কমে গেছে।

তিনি আরও বলেন, এমনিতেই পুরা (সব) লেবু লস (লোকসান) দিয়ে বিক্রি করতে হবে। যত সময় যাচ্ছে ততো লেবুর দাম কমে যাচ্ছে। এখন ১ টাকা করেও বিক্রি না করলে পরে আরও কম দামে বিক্রি করতে হবে।
শ্রীমঙ্গল সবজি বাজার ছবি: আবু বকর
বাকিতে লেবু কিনে ‍বিপাকে পড়েছেন আনোয়ার হোসেন। আড়তের মালিককে কি দিয়ে বুঝাবেন সে চিন্তাই এখন তার। লোকসান মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।