ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

কোমর সমান পানিতে স্থলবন্দর ও এর আশপাশের এলাকা প্লাবিত হওয়ায় শনিবার (১২ আগস্ট) এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়।

রোববার (১৩ আগস্ট) সকাল থেকে ফের পুরোদমে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক ও স্থল শুল্ক স্টেশন এবং ইমিগ্রেশন কার্যালয় থেকে পানি সরে যাওয়ায় বন্দরের আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে পণ্যবোঝাই বেশ কয়েকটি ট্রাক আগরতলায় প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।