ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৭ আগস্ট থেকে নতুন নোট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
২৭ আগস্ট থেকে নতুন নোট

ঢাকা: ঈদ-উল আযহা উপলক্ষে নতুন টাকার নোট বিনিময় শুরু হবে আগামী ২৭ আগস্ট, চলবে ঈদের ছুটির আগ পর্যন্ত।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস ও বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে।
 
৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের নতুন নোট প্রতিটির একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।
 
তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন।
 
রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। ব্যাংক ও শাখাগুলো হচ্ছে- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি ( পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।