ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইলিশের সরবরাহ বাড়লেও কমছে না দাম

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ইলিশের সরবরাহ বাড়লেও কমছে না দাম কারওয়ানবাজারে ইলিশের হাট- ছবি: সুমন শেখ

ঢাকা: বাজারে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও কমছে না দাম। ব্যবসায়ীরা বলছেন, ঈদের বাজার হওয়ায় বাজারদর এখন কিছুটা চড়া। তবে কোরবানির আগে ও পরে ভাটা পড়বে ইলিশের দামে। 

শুক্রবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ানবাজার মৎস আড়তে ইলিশ ব্যবসায়ীরা এসব কথা জানান।  

কারওয়ানবাজারে ভোর থেকেই চলছে ইলিশ বিক্রির হাঁকডাক।

খুচরা বিক্রেতাদেরও উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। একই সঙ্গে সাধারণ ক্রেতাদেরকেও দেখা গেছে ইলিশের দরদাম করতে।  

রাজধানীর বৃহত্তম এই পাইকারি বাজারে ছোট বড় সব ধরনের ইলিশ দেখা গেছে। আকার ভেদে রয়েছে দামের ভিন্নতা। ২৫০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত ইলিশ দেখা গেছে।  

২৫০ গ্রাম ঝাটকা ইলিশ ১৫০ টাকা থেকে ২৪০ টাকা, ৪০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ ৩৫০ থেকে ৭০০ টাকা। ৭০০ গ্রাম থেকে ১ কেজির কম ওজনের ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকা, ১ কেজি বা তার একটু বেশি ওজনের ইলিশ ১১০০ টাকা কেজি এবং ২৬০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। ১ কেজি ৭০০ গ্রাম থেকে ২ কেজি ওজনের ইলিশ কয়েকটি দেখা গেলেও বিক্রেতা দাম হাঁকছেন ২০০০ টাকা।  
কারওয়ানবাজারে ইলিশের হাট- ছবি: সুমন শেখ

ভাই ভাই মৎস ভান্ডারের ইলিশ বিক্রেতা মোহাম্মদ রিপন বাংলানিউজকে জানান, ভরা মৌসুমে ইলিশ বাজারে প্রচুর এসেছে। কোরবানির ঈদকে সামনে রেখে মাছের বাজার কিছুটা চড়া। তবে ঈদের পর ইলিশের দাম কমে যাবে।  

একই সময়ে গত বছরে ইলিশের সরাবরাহ কেমন ছিল জানতে চাইলে এই বিক্রেতা জানান, গত বছরের তুলনায় ইলিশের সরবরাহ এখন নেই বললেই চলে। গত বছরে প্রতিদিন এই সময় ২০ থেকে ২৫ ঝুড়ি ইলিশ আসতো। এখন আসে ৪ থেকে ৫ ঝুড়ি। ( প্রতি ঝুড়িতে ৭ থেকে ৮ মন ইলিশ থাকে। ) গত বছর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ইলিশ বিক্রি করতাম এখন কয়েক ঘণ্টায় শেষ হয়ে যায়।

আরেক ব্যবসায়ী তারেক আজিজ বলেন, আমরা কক্সবাজার থেকে ইলিশ এনে বিক্রি করছি। তবে লঞ্চে ইলিশ আসতে দেরি হচ্ছে। ফলে যেসব ইলিশ বাজারে আগে আসছে তা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তাই বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে।  

মগবাজার থেকে ইলিশ কিনতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সারওয়ার জাহান। তিনি বলেন, নদীতে ইলিশ এতো ধরা পড়ছে আর আমরা ইলিশ কিনতে পারছি না। সেগুলো কোথায় যাচ্ছে? ইলিশ কিনতে আমাকে খড় পোড়াতে হচ্ছে। অনেক ঠেলাঠেলি করে ইলিশ কিনতে পারছি। তবে দাম একটু বেশি।  

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, আগষ্ট ২৫,২০১৭
এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।