ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রীয় ব্যাংকে নিয়ম মেনে দায়িত্ব পালন প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
রাষ্ট্রীয় ব্যাংকে নিয়ম মেনে দায়িত্ব পালন প্রয়োজন

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে সবচেয়ে বড় প্রয়োজন গভর্নেন্স ও নিয়ম মেনে দায়িত্ব পালন করা বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

শনিবার (৯ সেপ্টেম্বর)  রাজধানীর আর্মি গলফ ক্লাবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গর্ভনর একথা বলেন।
 
তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন সুশৃঙ্খলভাবে নিয়ম-নীতি অনুসরণ করে ব্যাংকিং অ্যাক্টিভিটিস করা।

যার নম‍ুনা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে কিছুটা হলেও রয়েছে।
 
আনসার-ভিডিপি ব্যাংকের উদ্দেশ্যে গর্ভনর বলেন, আমি চাইবো নিয়ম-নীতি অনুসরণ করে ঝুঁকি বিবেচনা করে আপনারা আরও বড় ঋণ দেবেন। আপনাদের এখন দেশের ভবিষ্যৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ঋণে চলে যেতে হবে। উৎপাদনশীল খাতে এসএমই ঋণ দিতে হবে। এতে উন্নত হবে স্টেক হোল্ডারদের জীবনযাত্রার মান।
 
বিশেষ অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো এখন খেলাপি ঋণ আদায় করতে পারছে না। ক্ষুদ্র থাকাই ভালো, বড় হলেই আর ভালো থাকতে পারে ন‍া।
 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন, পরিচালক রেজাউল করিম, রেজিনা বেগম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।