ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার দেশব্যাপী শুরু আয়কর মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বুধবার দেশব্যাপী শুরু আয়কর মেলা

ঢাকা: রাজস্ব আহরণ আরও বাড়াতে ও করদাতাদের সেবা দিতে বুধবার (০১ নভেম্বর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। এবারের আয়কর মেলায় ৫ লাখ নতুন করদাতা সংগ্রহ করা হবে।

এনবিআর সূত্রে জানা যায়, সকল বিভাগীয় শহরে এক সপ্তাহ, জেলা শহরে চার দিন, ৩২ উপজেলা শহরে দুই দিন এবং ৭১ উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) এ মেলা হবে।  

মেলায় আয়কর সংক্রান্ত সব ধরনের সেবা নেওয়া যাবে।

আয়কর মেলায় থাকছে কর তথ্য ও সেবাকেন্দ্র, ই-টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা। রিটার্ন দাখিলের জন্য থাকবে ই-পেমেন্টের পৃথক বুথ। এছাড়া আরও থাকছে ব্যাংকিং সুবিধা।
 
২০১৬ সালে আয়কর মেলায় সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার ব্যক্তি। আর ২০১৫ সালে আয়কর সেবা নেন ৭ লাখ ৫৭ হাজার ৭৫৪ জন। আর ২০১৪ সালে সেবা নেন ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতা। ২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০ সেপ্টেম্বর আয়কর দেওয়ার শেষ দিন থাকলেও বিভিন্ন কারণে সময়সীমা বাড়ানো হতো। গত বছর থেকে ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিনই আয়কর দেওয়ার শেষ দিন।

আয়কর মেলার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা সবসময় জনগণকে সেবা দিতে চাই। এনবিআর কর্মকর্তাদের সম্পর্কে আগে মানুষের মধ্যে এক ধরনের খারাপ ধারণা ছিলো। যে ধারণা এখন নেই বললেই চলে। পাশাপাশি এবার আয়কর রিটার্ন বেশি হবে বলে আশা করছি। এছাড়া যারা করজালের বাইরে আছে তাদেরকেও যুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।