ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
নাটোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু নাটোরে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

নাটোর: আয়কর আদায় কার্যক্রম গতিশীল করতে নাটোরে শুরু হয়েছে চার দিন ব্যাপী আয়কর মেলা। 

বুধবার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা কর অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান।

অতিরিক্ত কর কমিশনার শাহিন আকতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আকতার বানু এবং নাটোর আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন।

 

বক্তারা সময়মতো কর পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।  

মেলায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর রিটার্ন ফরম পূরণের ক্ষেত্রে সাধারণ এবং মহিলা ও প্রতিবন্ধীদের জন্য পৃথক পরামর্শ কেন্দ্র, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্য, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পরামর্শ এবং সোনালী ও জনতা ব্যাংকের অস্থায়ী বুথে আয়কর দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।  

এছাড়া কর রেয়াত সুবিধা পেতে করদাতাদের বিভিন্ন সঞ্চয় হিসাবে বিনিয়োগ পরামর্শের জন্য জাতীয় সঞ্চয় বিভাগের একটি বুথও খোলা হয়েছে।

সার্কেল-২০ নাটোরের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. সোলায়মান মিয়া বাংলানিউজকে জানান, গত অর্থ বছরে সার্কেল-২০ নাটোর সদরে ২২ হাজার ৯৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৭ কোটি এবং সার্কেল-২১ সিংড়ায় দুই হাজার ৯০৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চার কোটি টাকার আয়কর আদায় হয়েছিল।  

চলতি অর্থ বছরে নাটোরের এ দুই কর সার্কেল থেকে ২৬ হাজার ২৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৫৭ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চার দিনের সার্কেল-২০ মেলায় ৪০ কোটি টাকা আয়কর আদায় হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, সার্কেল-২১ সিংড়ায় ৬ নভেম্বর থেকে দুই দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।