ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লালমনিরহাটে কর মেলায় ৪ দিনে আদায় ১১ লাখ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
লালমনিরহাটে কর মেলায় ৪ দিনে আদায় ১১ লাখ টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে আয়কর মেলায় চার দিনে আদায় হয়েছে ১১ লাখ ১১ হাজার ১১৩ টাকা।

রোববার (০৫ নভেম্বর) সমাপনী দিনে লালমনিরহাটের সহকারী কর কমিশনার সুমন কুমার বর্মন বাংলানিউজকে এ তথ্য জানান।

জেলা পরিষদ ডাক বাংলো মাঠে বৃহস্পতিবার (০২ নভেম্বর) শুরু হওয়া আয়কর মেলা শেষ হয় রোববার বিকেল ৫টায়।

সহকারী কর কমিশনার সুমন কুমার বর্মন বাংলানিউজকে জানান, প্রথমদিনে ১১৭ জনের রিটার্নে আদায় হয় ২ লাখ ৪৩ হাজার ১৯৭ টাকা, সেবা গ্রহণ করেন ১৫৫ জন। দ্বিতীয় দিনে ৬৬ জনের রিটার্নে আদায় হয় ১ লাখ ২৫ হাজার ৫৬ টাকা, সেবা গ্রহণ করেন ২১৫ জন। তৃতীয় দিনে ১২৭ জনের রিটার্নে আদায় হয় ৩ লাখ ২৬ হাজার ৮৪৭ টাকা, সেবা গ্রহণ করেন ৩শ’ জন। সমাপনী দিনে ১২৩ জনের রিটার্নে ৪ লাখ ১৬ হাজার ১৩ টাকা আদায় হয়, সেবা গ্রহণ করেন ৩৫০ জন করদাতা। সর্বমোট আদায় হয় ১১ লাখ ১১ হাজার ১১৩ টাকা।

ফজল মিয়া কর বাহাদুর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাকে ৮ নভেম্বর রংপুর কর অঞ্চলের আঞ্চলিক অফিসে পুরস্কার দেওয়া হবে বলেও জানান সহকারী কর কমিশনার সুমন কুমার বর্মন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।