ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৃতীয়বারের মতো ‘ফাটাফাটি ফ্রাইডে’ নিয়ে দারাজ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
তৃতীয়বারের মতো ‘ফাটাফাটি ফ্রাইডে’ নিয়ে দারাজ ‘ফাটাফাটি ফ্রাইডে’তে দারাজ-এ মিলছে বিশেষ ছাড়

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ তৃতীয়বারের মতো আয়োজন করছে ফাটাফাটি ফ্রাইডে।

প্রথম দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় টানা তৃতীয়বারের মতো ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া ১১ দিনব্যাপী দারাজের ফাটাফাটি ক্যাম্পেইনটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ মেগা ইভেন্টটির টাইটেল স্পন্সর ডেটল, আর কো-স্পন্সর হিসেবে থাকছে টেলিকম জায়ান্ট রবি।


 
পছন্দের পণ্যে আকর্ষণীয় ফ্ল্যাশ সেল ও অবিশ্বাস্য মূল্যছাড় থাকবে ইভেন্টে। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন মধ্যরাতেই আনলক হবে বিশেষ বিশেষ ক্যাটাগরির পণ্য। ১৭ নভেম্বর আনলক হবে গ্রোসারি পণ্য, যেখানে থাকবে অসাধারণ সব ডিসকাউন্ট ডিল। আর ২৩ নভেম্বর আনলক হবে বহুল কাঙ্ক্ষিত মোবাইল ফোন ও ট্যাবলেট ক্যাটাগরি। ২৪ নভেম্বর থেকে আনলক হয়ে যাবে সব ক্যাটাগরির ওপর ছাড়। দারাজের এ মেগা সেল ইভেন্টে প্রতিবারের মতো এবারও স্পেশাল ‘ডাবল টাকা’ ভাউচার থাকছে।
 
ফাটাফাটি উৎসবকে আরও বেশি উৎসবমুখর করতে দারাজ ২৪, ২৫ ও ২৬ নভেম্বর ক্রেতাদের দিচ্ছে ফ্ল্যাশ সেল।

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফেসবুক-মেসেঞ্জার কিউআর কোড ডিসকাউন্ট, ৯৯ টাকা ডিল, হুইল অব ফরচুন, ফেসবুক লাইভ গিভঅ্যাওয়েসহ বিভিন্ন কার্যক্রম। দারাজের ক্রেতারা ক্যাম্পেইনজুড়ে পাবেন সুদবিহীন ইএমআই সুবিধা ও অতিরিক্ত ১০ শতাংশ মূল্যছাড় (যদি তারা দারাজের ব্যাংকিং পার্টনারদের ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করেন)। পেমেন্ট পার্টনাররা হলো- সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, ইউসিবি, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক।
 
দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, ফাটাফাটি ফ্রাইডে-তে ডেটল ও রবি’র মত বড় ব্র্যান্ডকে পার্টনার করতে পারা ভীষণ আনন্দের। আমরা খুবই আশাবাদী যে, বৈশ্বিক এ সেলস ইভেন্টে আমরা ক্রেতাদের সেরা অনলাইন ডিলগুলো দিতে পারবো।  

সবাইকে ফাটাফাটি ফ্রাইডে-তে সেরা দামে সেরা পণ্য লুফে নিতে ওয়েবসাইটে (daraz.com.bd) ভিজিট করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।