ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এভাবে সব কিছুর দাম বাড়লে তো মইরা যামু’

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
‘এভাবে সব কিছুর দাম বাড়লে তো মইরা যামু’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাব্বীর শঙ্কা, বিদ্যুতের দাম বৃদ্ধিকে কাজে লাগিয়ে বাসা ভাড়াও বাড়ানো হবে। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘চাল, পেঁয়াজ ও সবজি-- সব কিছুরই দাম আকাশ ছুঁয়েছে। ডিসেম্বরে নতুন করে যুক্ত হতে যাচ্ছে বিদ্যুতের বাড়ানো দাম। সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। বাসার মালিকও ইঙ্গিত দিচ্ছেন, ভাড়া বাড়িয়ে দেবেন। মনে হচ্ছে, দেশে এখন যেন মূল্য বৃদ্ধির মহোৎসব চলছে।’
 
 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং নতুন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাব্বী। শুক্রবার (২৪ নভেম্বর) বাংলানিউজের সঙ্গে কথা হচ্ছিল তার।


 
রাব্বী বলেন, ‘আমরা ব্যাচেলর বাসায় থাকি। মা-বাবা প্রতিমাসে নির্দিষ্ট অংকের টাকা পাঠান। কিন্তু প্রতিনিয়তই একটির পর একটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এরইমধ্যে বিদ্যুতের দাম বাড়ানোয় বাসা ভাড়া বাড়ানোরও ইঙ্গিত দিয়েছেন বাড়ির মালিক। তা পরিমাণে হাজার টাকা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলবো?’

সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, বিদ্যুতের ইউনিটপ্রতি গড়ে ৩৫ পয়সা দাম বাড়বে আসছে ডিসেম্বর থেকে। সে হিসেবে আবাসিক এলাকায় মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের খরচ বাড়বে ১৫ টাকা, ১৫০ ইউনিটে ৪৮ টাকা, ২৫০ ইউনিট পর্যন্ত ৯০ টাকা, ৪৫০ ইউনিট পর্যন্ত ১৯৬ টাকা এবং ১০০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়বে ৬০৪ টাকা।
 
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. রজব আলী রিকশা চালিয়ে পরিবার চালান। তিনি বাংলানিউজকে বলেন, ‘শুনেছি বিদ্যুতের দাম নাকি বাড়ব। সঙ্গে নাকি বাড়ি ভাড়াও বাড়বে, জিনিসপত্রের দাম আবার বাড়বে। এমনেই তো বাজারে আগুন। এর মধ্যে যদি আবার বাড়ি ভাড়া, সব কিছুর দাম বাড়ে, তাহলে তো মইরা যামু। ’
 
বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে নাগরিক জীবনে ২০ শতাংশ ব্যয় বেড়ে যাবে বলে মনে করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম। তিনি বাংলানিউজকে বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ার কারণে সকল পণ্যের দাম বাড়বে। কারণ বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে বেড়ে যাবে উৎপাদন ও সরবরাহ খরচ। ফলে নাগরিক জীবনে ২০ শতাংশ ব্যয় বেড়ে যাবে। ’

ব্যয় বৃদ্ধির তুলনায় নাগরিকদের আয় বাড়বে না উল্লেখ করে তিনি বলেন, এ কারণে সামনে অসহনীয় ভোগান্তি অপেক্ষা করছে নাগরিক জীবনে।
 
বিদ্যুতের মূল্য বৃদ্ধি সম্পর্কে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচ তলা ভবনের মালিক আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, সামনে জানুয়ারি মাস আসছে। সবাই কম-বেশি ভাড়া বাড়াবে। তবে কেউ যেন বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া না বাড়ায়, সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এমএসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।