ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডব্লিউটিও’র সুবিধা ব্যবহারের সুপারিশ সিপিডির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
ডব্লিউটিও’র সুবিধা ব্যবহারের সুপারিশ সিপিডির সিপিডির আলোচনা সভায় বক্তারা; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: স্বল্প উন্নত (এলডিসি) দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) যে সুবিধা পাচ্ছে সেটাকে ব্যবহারের সুপারিশ জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ওই সুপারিশ ছাড়াও আরও বেশ কয়েকটি সুপারিশ করেন সিপিডি’র ‘সম্মানিত ফেলো’ মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ স্বল্প উন্নত দেশের কাতার থেকে ২০২৪ সালে বের যাবে।

সুতরাং বাংলাদেশকে মাঝখানের যে সময়টা আছে, সেই সময়টার সুযোগ নিতে হবে। স্বল্প উন্নত দেশ হিসেবে ডব্লিওটিওতে আমরা যে সুবিধা পাচ্ছি সেটার ব্যবহার করতে হবে।

তিনি বলেন, ২০২৪ সালের পরে বাংলাদেশ যখন আর এলডিসি থাকবে না,তখন বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে ডব্লিওটির প্রেক্ষিতে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে।

সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমা‍ন সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিডির ‘সম্মানিত ফেলো’ দেবপ্রিয় ভট্টাচার্য, বাণিজ্য সচিব শুভাষীশ বসু, ডব্লিওটিওর উন্নয়ন বিভাগের এলডিসি ‌ইউনিটের প্রধান তৌফিকুর রহমান, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের কনসালটেন্ট ড. ভিনায়া আনচারাজ প্রমুখ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, একটি জটিল বিশ্ব পরিস্থিতির ভিতর দিয়ে আগামীতে ডব্লিউটিও’র একাদশ মন্ত্রী পর্যায়ের সভা হতে যাচ্ছে। আজকের আলোচনা সভায় তিনটি বিষয় এসেছে। এর মধ্যে অন্যতম হলো বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরো দৃঢ করতে হবে। কারণ বিশ্ব বাণিজ্য ব্যবস্থা বর্তমানে একটা উত্থান-পতনের মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ৩০,২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।