ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম কমলো ভরিতে ১২৮৩ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
স্বর্ণের দাম কমলো ভরিতে ১২৮৩ টাকা আবারও কমেছে স্বর্ণের দাম

ঢাকা: ১৫ দিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে কমেছে ১২৮৩ থেকে ৯৩৩ টাকা।
 

এর আগে দুই দফায় কমার একমাস পর সবশেষ স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ২৬ নভেম্বর।
 
মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে ভরিপ্রতি ১ হাজার ২শ’ ৮৩ টাকা কমছে ২২ ও ২১ ক্যারেটের স্বর্ণে।


 
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ দাম কমে বিক্রি হবে ৪৭ হাজার ৯৩৯ টাকায়।
 
সোমবার পর্যন্ত দাম রয়েছে ৪৯ হাজার ২২২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৭২৩ টাকা। বর্তমান দাম রয়েছে ৪৭ হাজার ৬ টাকা।
 
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জান‍ানো হয়েছে।
 
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।
 
এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছিলো চলতি বছরের ২০ ও ২৫ সেপ্টেম্বর। দুইদফায় দাম কমার একমাস পর আবার বেড়েছিল চলতি বছরের ২৬ নভেম্বর। এর মধ্যে ১৫ দিন পর আবারও কমানো হলো অলংকার তৈরিতে সবচে প্রয়োজনীয় এ ধাতুর দাম।
 
পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ১৮ ক্যারেটের স্বর্ণ ৯৩৩ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৭৪ টাকা।
 
সোমবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪১ হাজার ৪শ’ ৭ টাকা।
 
আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৯৫২ টাকার পরিবর্তে বিক্রি হবে ২৪ হাজার ৭৮৬ টাকায়। অর্থাৎ ভরিতে কমেছে ১১৬৬ টাকা।
 
এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।