ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিসনের কর্পোরেট টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এডিসনের কর্পোরেট টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন বিজয়ীদের সঙ্গে এডিসন গ্রুপের কর্মকর্তারা

ঢাকা: মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি’র নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের আন্তঃকর্পোরেট টেবিল টেনিস টুর্নামেন্ট সম্প্রতি সম্পন্ন হয়েছে।

‘এডিসন টিটি টুর্নামেন্ট’ নামে আয়োজিত প্রথম আসরে এককে চ্যাম্পিয়ন হয়েছেন স্ট্র্যাটেজিক এইচআর ডিপার্টমেন্টের মুশফিউল আলম সিদ্দিকি এবং রানার্স আপ হয়েছেন প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কামরুজ্জামান। দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল মমিন শশী ও কামরুজ্জামান এবং রানার্স আপ হয়েছেন আহমেদ পাশা ও মুশফিউল আলম সিদ্দিকি।

উত্তেজনাকর ফাইনালে শশী-কামরুজ্জামান জুটি ২০-১৭ পয়েন্টে হারান আহমেদ পাশ‍া-মুশফিক জুটিকে।

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) আশরাফুল হক, ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) মেজর আব্দুল মালেক মিয়াজী এবং সিনিয়র জেনারেল ম্যানেজার আফজাল হোসেন খান।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।