ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এমএ আওয়াল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এমএ আওয়াল

ঢাকা: বেসরকারি খাতের প্রথম প্রজন্মের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এম এ আওয়াল।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এমএ আওয়ালকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরেক পরিচালক ফিরোজ আহমেদ।

এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মোর্শেদ খান সাংবাদিকদের এ কথা বলেছেন।

মোর্শেদ খান আরও বলেন, সভায় নতুন তিন পরিচালক নির্বাচিত হয়েছেন। এরা হলেন, শিরিন শেখ, সাজির আহমেদ ও মোশতাক আহমেদ চৌধুরী।

এর আগে পর্ষদ থেকে পদত্যাগ করেন ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও আরেক পরিচালক ফাহিমুল হক।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।