ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শেষ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
খুলনায় ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শেষ  এসএমই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনায় সাত দিনব্যাপী আঞ্চলিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্য মেলা শেষ হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।  

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনার সরকারই সুপরিকল্পিতভাবে সব স্তরকে সুবিন্যস্ত করে সামষ্টিক পরিকল্পনা নিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

যা অতীতের কোনো সরকারই করেনি।  

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে চলেছেন। এ উন্নয়নকে টেকসই করতে হলে প্রত্যেক সক্ষম ব্যক্তিদের আয় করা দরকার। নারীরা বাড়িতে বসে বিভিন্ন উপার্জনমুখী কাজ করতে পারেন। এ মেলাই তার বাস্তব নমুনা। নারীদের বিভিন্ন কাজে আরও এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে এবং স্ব স্ব অবস্থান থেকে ব্যক্তিত্বকে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তির আয় বাড়লে রাষ্ট্রেরও আয় বাড়বে, আবার রাষ্ট্রের আয় বাড়লে ব্যক্তিরও আয় বাড়বে। এতে করে রাষ্ট্র ও ব্যক্তি লাভবান হবে। আমাদের দেশের লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জায়গা কমে যাচ্ছে। এ জন্য তিনি বাড়ির আঙিনায় হস্তশিল্প ও কুটির শিল্প স্থাপন করে পণ্য উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করেন।  

খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান।  

স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ। অনুষ্ঠানে নাসিব-এর সভাপতি মো. ইফতেখার আলী বাবুসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এসএমই উদ্যোক্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্য থেকে ২০টি সেরা স্টলকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি স্টল মালিক/প্রতিনিধিদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।  

২৪-৩০ জানুয়ারি অনুষ্ঠিত এ মেলায় মোট ৫৬টি স্টল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এমআরএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।