ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় কমেছে রফতানি আদেশ, সঙ্গে বিক্রিও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
বাণিজ্য মেলায় কমেছে রফতানি আদেশ, সঙ্গে বিক্রিও বাণিজ্য মেলার সমাপনী দিনে বক্তব্য রাখছেন তোফায়েল আহমদ/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: নির্ধারিত সময়ের চেয়ে চারদিন সময় বাড়ানো হলেও এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) বাড়েনি রফতানি আদেশ। 

গতবছরের চেয়ে ৮২ কোটি ৮৭ লাখ টাকার কম রফতানি আদেশ এসেছে এবার। অর্থাৎ রফতানি আদেশ এসেছে ১৬০ কোটি ৫৭ লাখ টাকার (১৯.৪৬ মিলিয়ন মার্কিন ডলার)।

যা গতবার (২০১৭ সাল) ছিল ২৪৩ কোটি ৪৪ লাখ টাকা।

রোববার (০৪ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।

রফতানি উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে তিনি বলেন, এবার ২০ মিলিয়ন ডলার বা ১৬০ কোটি ৫৭ লাখ টাকার রফতানি আদেশ পেয়েছে বাংলাদেশি কোম্পানিগুলো।  

শুধু রফতানি আদেশই কমেনি, এবার মেলায় বিক্রিও কম হয়েছে। ২০১৭ সালে মোট বিক্রি হয়েছিল ১১৩. ৫৩ কোটি টাকা। আর এবার বিক্রি হয়েছে ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য। অর্থাৎ বিক্রি কমেছে ২৫ কোটি ৭০ লাখ টাকা।
 
এবার ১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৫ দিন চালু ছিল ডিআইটিএফ।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮ 
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।