সে দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের আধিকারীদের অশোভনীয় ও অন্যায় দাবির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়ায় এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বাংলানিউজকে জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সঙ্গে সে দেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এতে ঘোজাডাঙ্গায় এক থেকে দেড় হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই