ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির কান্তি ঘোষ জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার এজেন্ট অ্যাসোসিয়েশন ঘোজাডাঙ্গা ল্যান্ড কাস্টমস স্টেশনের আধিকারীদের অন্যায় দাবির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়ায় দ্বিতীয় দিন মঙ্গলবারও (৬ ফেব্রুয়ারি) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
তিনি জানান, এর কোনো সুরহা না হওয়া পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে।
এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু বাংলানিউজকে জানান, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফের সঙ্গে সেদেশের কাস্টমসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই দেশের আমদানি-রপ্তানি দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এতে দুই পারে অন্তত দেড় হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ফলে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
তিনি আরও জানান, বিকেলে সেদেশের জেলা ম্যাজিস্ট্রেট, কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সমস্যা সমাধানে আলোচনায় বসতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ