ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাবনায় ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৩, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
পাবনায় ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক।

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা চেম্বার অব কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী।

সাত দিনব্যাপী এ মেলায় দেশীয় পণ্যের অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে।

মেলা উপলক্ষে জেলা প্রাশসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।