ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইবিএম-এ আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন শুরু রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বিআইবিএম-এ আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন শুরু রোববার

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম)  প্রথম আঞ্চলিক ব্যাংকিং সম্মেলন-২০১৮ (আরবিসি-২০১৮) শুরু হচ্ছে রোববার (০৪ মার্চ)। দু’দিনব্যাপী সম্মেলন শেষ হবে সোমবার (০৫ মার্চ)। 

বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রথমবারের মতো এ আঞ্চলিক ব্যাংকিং সম্মেলনের মূল আয়োজক বিআইবিএম।

 

সম্মেলনে সহযোগী সদস্য ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (এনআইবিএম), ভুটানের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ট্রেনিং ইনস্টিটিউট (এফআইটিআই) এবং নেপালের ন্যাশনাল ব্যাংকিং ইনস্টিটিউট (এনবিআই) অংশ নেবে।  

এবারের আঞ্চলিক ব্যাংকিং সম্মেলনে তিনটি বিজনেস সেশনে ১০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক এবং শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশ নেবেন।  

দুই দিনের সম্মেলনে ছয় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে সম্মেলন।

আরবিসি-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিআইবিএম’র দু’টি সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করবেন। কোর্স দু’টি অনলাইন এবং অফলাইন মডিউলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যেখানে ‘এনরুট’ বিআইবিএমের পার্টনার সংস্থা হিসেবে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।