রোববার (০৪ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধনে অংশ নেয় আমদানি-রপ্তানিকারক সমিতি, সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বন্দর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক বন্দোবস্তকারী সমিতি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি, সম্পাদক আব্দুর রাজ্জাক, ভ‚রুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, ব্যবসায়ী নেতা আকমল হোসেন, মাঈদুল ইসলাম, হাবিবুর রহমান, শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।
ইমিগ্রেশন চালুর দাবিতে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভারতীয় ব্যবসায়ী নেতা আতাউর রহমান, হায়দার আলী।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, ইমিগ্রেশন না থাকায় উভয় দেশের ব্যবসায়ীদের প্রায় ৪৫০ কিলোমিটার পথ ঘুরে ব্যবসায়ীক কাজ করতে হচ্ছে। এতে ব্যবসার প্রসার ঘটছে না। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
তিনি আরো বলেন, ইমিগ্রেশন চালু হলে ভারতের সেভেন সিস্টার খ্যাত ৭টি রাজ্যে এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ হবে। ব্যবসায়ীরা সরকারের কাছে সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এফইএস/জেডএস