মঙ্গলবার (৬ মার্চ) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে এনইসি সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন বেশ ভালো।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া তথ্য অনুযায়ী, রেকর্ড পরিমাণে এডিপি বাস্তবায়িত হয়েছে। একই সময়ে ২০১৫-১৬ অর্থবছরে ৩৬ হাজার ৬৬৫ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিলো। ২০১৬-১৭ অর্থবছরে ৪৫ হাজার ৫৩২ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিলো।
উল্লেখ্য, কাটছাঁট শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে চূড়ান্ত এডিপির আকার ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি ৩৯ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমআইএস/এমজেএফ