ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, মার্চ ৬, ২০১৮
৮ মাসে এডিপি বাস্তবায়ন ৩৮ শতাংশ

ঢাকা: চলতি ২০১৭-১৮ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩৮ দশমিক ০১ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা টাকার অঙ্কে ৬২ হাজার ৩৭২ কোটি। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৬ দশমিক ১ শতাংশ।

মঙ্গলবার (৬ মার্চ) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে এনইসি সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন বেশ ভালো।

আশা করছি চলতি অর্থবছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এডিপি বাস্তবায়নের হার আগের চেয়ে বেশি হবে। এডিপি বাস্তবায়ন হার ভালো হওয়ার কারণে জিডিপি প্রবৃদ্ধিও ভালো হবে। রফতানি, ব্যবস্থা ও প্রকল্প বাস্তবায়ন ভালো হওয়ায় জিডিপি প্রবৃদ্ধিও ভালো হবে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া তথ্য অনুযায়ী, রেকর্ড পরিমাণে এডিপি বাস্তবায়িত হয়েছে। একই সময়ে ২০১৫-১৬ অর্থবছরে ৩৬ হাজার ৬৬৫ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিলো। ২০১৬-১৭ অর্থবছরে ৪৫ হাজার ৫৩২ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিলো।

উল্লেখ্য, কাটছাঁট শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে চূড়ান্ত এডিপির আকার ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি ৩৯ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।