এতে আটকা পড়েছে ৬০টির মতো ট্রাক। বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
এর আগে অবৈধভাবে পাচার হচ্ছে অভিযোগ তুলে এক সপ্তাহ ধরে মাছ নিচ্ছিলেন না ভারতীয়রা। এ নিয়ে করণীয় বিষয়ে আখাউড়ায় এক বৈঠকে পাচার রোধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আলোচনার পর রফতানিতে আশার আলো দেখা দিলেও এখন আবার নতুন জটিলতা দেখা দিয়েছে।
ব্যবসায়ীরা বাংলানিউজকে বলেন, মূলত বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতির কারণেই ভারতীয় ব্যবসায়ীরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে কবে নাগাদ ব্যবসায়িক কার্যক্রম চালু করা হতে পারে সে বিষয়েও তারা সুস্পষ্ট করে কিছু বলছেন না।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ভারতীয়রা ঠিক কবে থেকে পণ্য নেবে সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলছে না। আমরা জানতে পেরেছি নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণেই ভারতীয়রা পণ্য নিচ্ছে না। ’
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে ভারতীয়রা পণ্য আমদানি-রফতানিতে অনীহা প্রকাশ করেছে বলে আমি জানতে পেরেছি। তবে বাংলাদেশের ব্যবসায়ীরা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায় নি।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
টিএ