ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালে গ্রামীণফোন থেকে কল ফ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, মার্চ ১২, ২০১৮
নেপালে গ্রামীণফোন থেকে কল ফ্রি গ্রামীণফোন

ঢাকা: নেপালে কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে গ্রামীণফোন নম্বর থেকে কোনো কলচার্জ ছাড়াই দেশটির যেকোনো নম্বরে ১৪ মার্চ পর্যন্ত যোগাযোগের সুবিধা দিয়েছে গ্রামীণফোন।

অপারেটরটি ফেসবুকে শেয়ার করা একটি পোস্টে জানিয়েছে।

নেপালে মর্মান্তিক প্লেন দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নিতে আপনার গ্রামীণফোন নম্বর থেকে কোনো কলচার্জ ছাড়াই ১৪ মার্চ পর্যন্ত যোগাযোগ করতে পারবেন নেপালের যেকোনো নম্বরে।

সোমবার (১২ মার্চ) কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ৫০’ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।  

ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ জন ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।